Sunday, October 30, 2016

পুর নোটিসকে বুড়ো আঙুল, সিন্ডিকেটের ইন্ধনে বিদ্যাসাগর কলোনিতে চলছে বেআইনি নির্মাণ

কাজ বন্ধ রাখার নোটিস দিয়েছে কলকাতা পুরসভা। কিন্তু তাতে থোড়াই কেয়ার! বাঘাযতীন এলাকার বিদ্যাসাগর কলোনিতে বহাল তবিয়তে চলছে অবৈধ নির্মাণকাজ। অভিযোগ, অবৈধ নির্মাণের পিছনে রয়েছে একটি সিন্ডিকেটের সক্রিয় মদত।

কাজ বন্ধ রাখার নোটিস দিয়েছে কলকাতা পুরসভা। কিন্তু তাতে থোড়াই কেয়ার! বাঘাযতীন এলাকার বিদ্যাসাগর কলোনিতে বহাল তবিয়তে চলছে অবৈধ নির্মাণকাজ। অভিযোগ, অবৈধ নির্মাণের পিছনে রয়েছে একটি সিন্ডিকেটের সক্রিয় মদত।
বিদ্যাসাগর কলোনিতে একাধিক ছোট জমিতে চলছে ফ্ল্যাট তৈরির কাজ। পুরসভা সূত্রের খবর, ওই নির্মাণগুলির বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ পাওয়ার পর ‘স্টপ ওয়ার্কিং’য়ের নোটিস দেওয়া হয়েছে। যদিও সেই পুর নির্দেশ অগ্রাহ্য করে চলছে নির্মাণের কাজ। স্থানীয় সূত্রের খবর, নোটিস অগ্রাহ্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার পিছনে রয়েছে একটি সিন্ডিকেট। মোটা টাকার বিনিময়ে ওই সিন্ডিকেট পুর নোটিস অগ্রাহ্য করে নির্মাণে মদত দিচ্ছে। পাশাপাশি, নয়া কৌশলে টাকা আদায় করছে ওই সিন্ডিকেট।
কেমন সেই কৌশল ?
বিদ্যাসাগর কলোনিতে কোনও নতুন ফ্ল্যাট বা বাড়ি তৈরি হতে দেখলে সিন্ডিকেটের লোকেরা পুরসভায় অভিযোগ জানাচ্ছে। ওই অভিযোগের ভিত্তিতে পুরকর্মীরা সংশ্লিষ্ট নির্মাণকাজ পরিদর্শনের পর ‘স্টপ ওয়ার্কিং’ নোটিস জারি করেছেন। স্থানীয় সূত্রের খবর, কাজ বন্ধের নির্দেশের পর সিন্ডিকেটকে মোটা টাকা দিলেই ফের শুরু হচ্ছে নির্মাণ। পুরসভা সূত্রের খবর, ওই এলাকায় একাধিক ফ্ল্যাটের অনুমোদিত নকশা নেই। ফলে ফ্ল্যাটগুলিতে নিয়ম অনুযায়ী নেই নিকাশি ব্যবস্থাও। বেআইনি নির্মাণের বিষয় সম্পর্কে ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস মুখোপাধ্যায় বলেন, ‘‘কলোনিতে তিনতলা বাড়ি নির্মাণের অনুমতি নেই। কিন্তু তিনতলা বাড়ি, ফ্ল্যাট হয়েই চলেছে। এটা সর্বজন স্বীকৃত। এই সমস্ত এলাকায় নির্মাণের ক্ষেত্রে এখনও কোনও সংশোধনী তৈরি হয়নি। যে কারণে নির্মাণ বেড়েই চলেছে।’’
পুরসভা সূত্রের খবর, বাঘাযতীনের শ্রী কলোনি লাগোয়া ৪/৩৭ বি, সুভাষ পল্লিতে বেশ কয়েকটি বাড়ি ৯৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। কিন্তু ওই বাড়িগুলির সদস্যেরা ৯৮ নম্বর ওয়ার্ডের ভোটার। স্থানীয়েরা জানিয়েছেন, ওখানে একটি চারতলা ফ্ল্যাটের কাজ শুরু হয়েছে। ওই নির্মাণের বিরুদ্ধে পুরসভায় অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে পুরসভা কাজ বন্ধের নির্দেশ দেয়। দিনকয়েক ওই নির্মাণের কাজ বন্ধ রয়েছে। সূত্রের খবর, চারতলা ফ্ল্যাটের নির্মাণকাজ চালু করতে এগিয়ে এসেছে সিন্ডিকেট। পুরসভার এক আধিকারিক বলেন, ‘‘স্টপ ওয়ার্কিং নোটিসের পরও যদি কাজ চলতে থাকে তাহলে সংশ্লিষ্ট পুর দফতরে অভিযোগ জানাতে হবে। ওই অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব।’’
বেআইনি নির্মাণের পাশাপাশি বিদ্যাসাগর কলোনিতে জলাজমি ভরাট করে প্রোমোটিং চলছে। জলা বুজিয়ে প্রোমোটিংয়ের পিছনেও সিন্ডিকেটের হাত রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। তাদের যুক্তি, নথিপত্র অনুযায়ী ওই এলাকায় ছোট-বড় মিলিয়ে ৩৭টি পুকুর রয়েছে। কিন্তু বর্তমানে এলাকায় পুকুরের সংখ্যা মাত্র ১৪।

No comments:

Post a Comment

Citizenship Bill: West Bengal CM Mamata Banerjee Supports Bhupen Hazarika's Son

West Bengal chief minister Mamata Banerjee on Tuesday came out in support of Assamese singer-composer Bhupen Hazarika's son on the Ci...