Wednesday, October 19, 2016

তৃণমূল-বিজেপি সংঘর্ষে জখম বাবুলসহ দুই


বর্ধমান: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র আসানসোল৷ মন্ত্রী মলয় ঘটকের বাড়ি ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার দুপুরে আসানসোলের ভগৎ সিং মোড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়৷ মন্ত্রীর বাড়িতে বিজেপির নেতা-মন্ত্রীদের বিক্ষোভের শুরু হতেই পাল্টা তৃণমূলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়৷ বিজেপির নেতা-কর্মীদের ঘেরাও কর্মসূচির জেরে তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে৷ তৃণমূল কর্মীদের তাণ্ডবে জখম হন বাবুল সুপ্রিয়৷ বিক্ষোভের মধ্যে থেকে বাবুলকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়৷ ইটের ঘায়ে জখম হন কেন্দ্রীয় মন্ত্রী৷ একইসঙ্গে স্থানীয় দুই বিজেপি নেতাকে তৃণমূল কর্মীরা মারধর করে বলেও অভিযোগ ওঠে৷ আসানসোলের বিএনআর মোড়ে বাবুল সুপ্রিয়র গাড়ি ভাঙচুরের অভিযোগও ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে৷ পুলিশের সামনেই তৃণমূল কর্মীদের তাণ্ডবে রণক্ষেত্রের চেহারা নেয় আসানসোল৷

বুধবার বিজেপি আসানসোলের ভগৎ সিং মোড়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়ি ঘেরাও করার কর্মসূচি নেয়। গত মঙ্গলবার আসানসোলে গোরু পাচারে যুক্ত থাকার অভিযোগে কয়েকজনকে ধরে ফেলেন বাবুল সুপ্রিয়। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের জড়িত থাকার অভিযোগে বুধবার মন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। নেতৃত্ব ছিলেন আসানসোলের সাংসদ তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন মলয় ঘটকের বাড়ি ঘেরাওয়ের খবর পাওয়ার পরই তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরাও রাস্তায় নেমে পরেন। বিজেপির অভিযোগ, আসানসোলের বিএনআর মোড়ে বিজেপি নেতা সুব্রত মিশ্রকে ব্যাপক মারধর করা হয়। এরপর আসানসোল পুর-নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি, চেয়ারম্যান ও ডেপুটি মেয়র সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা জড়ো হতে থাকেন। পরে তৃণমূল নেতারা আসানসোলের বিজেপির জেলা সভাপতি তাপস রায়, বিজেপি নেতা প্রশান্ত চক্রবর্তী সহ অন্যান্য নেতাদের বাধা দিতে গেলে ঝামেলা শুরু হয়। সেই সময় তাপস রায়, প্রশান্ত চক্রবর্তীকে মারধর করা হয় বলে অভিযোগ।

No comments:

Post a Comment

Citizenship Bill: West Bengal CM Mamata Banerjee Supports Bhupen Hazarika's Son

West Bengal chief minister Mamata Banerjee on Tuesday came out in support of Assamese singer-composer Bhupen Hazarika's son on the Ci...